ভারতের টিকটক ব্যবহারকারীদের কোনও তথ্যই তারা চিন বা বিদেশি কোনও সরকারের কাছে প্রকাশ করেনি৷ এ কথা জানিয়ে ‘টিকটক ইন্ডিয়া’-র প্রধান নিখিল গান্ধী বলেছেন, “সরকার আমাদের কথা বলার জন্যে ডেকে পাঠিয়েছে৷ আমরা স্পষ্ট করেই সব ব্যাখ্যা দেবো।”
সোমবারই ৫৯ টি চিনা অ্যাপ ভারতে নিষিদ্ধ করার ঘোষণা করেছে কেন্দ্র৷ তার মধ্যেই রয়েছে টিকটক অ্যাপটিও৷ ভারতীয়দের গোপনীয়তা ভঙ্গ করেনি বলে দাবি করে টিকটক ইন্ডিয়া জানিয়েছে, “সরকারি নির্দেশ মেনেই পরবর্তী পদক্ষেপ”৷ এই অ্যাপের তরফ থেকে বলা হয়েছে যে, ভারতীয় আইন অনুসারে তথ্যের গোপনীয়তা এবং সুরক্ষা বজায় রাখার প্রয়োজনীয় সব পদক্ষেপই মেনে চলছে তারা।
ওদিকে কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ভারতীয় গোয়েন্দারা জানিয়েছেন যে, অ্যানড্রয়েড ও আইওএস প্ল্যাটফর্মে মোবাইল অ্যাপকে অপব্যবহার করে গ্রাহকদের গোপনীয়তা লঙ্ঘনের চেষ্টা করা হচ্ছে। সেই কারণেই সবদিক বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্ত্রকের তরফে এই নিষিদ্ধকরণ নিয়ে বলা হয়েছে, ওই অ্যাপগুলি দেশের সার্বভৌমত্ব, অখণ্ডতা, দেশের সুরক্ষার জন্য ক্ষতিকারক। সেকারণেই নিষিদ্ধ করা হয়েছে। তথ্য প্রযুক্তি আইনের ৬৯এ ধারায় এগুলি নিষিদ্ধ করা হয়েছে।






























































































































