বিয়ের অনুষ্ঠানে অনুমতি ছিল, কিন্তু অনুমতি নেই সামাজিক জমায়েতে। আনলক এর শুরুতে সাকুল্যে ২৫ জনকে বিয়েবাড়িতে উপস্থিত হওয়ার অনুমতি দিয়েছিল সরকার। মঙ্গলবার, নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় জানান, এই সংখ্যাটা ২৫ থেকে বাড়িয়ে ৫০ করা হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, অনেক ক্ষেত্রেই দেখা যায় বরপক্ষ ও কনেপক্ষের আত্মীয় মেলালেই ২৫ জনের অনেক বেশি হয়ে যায়। ফলে ৫০ জন পর্যন্ত উপস্থিত থাকতে পারবেন বলে জানান মমতা। একই সঙ্গে রসিকতা করে মমতা বলেন, “যেসব অতিথিদের আমন্ত্রণ করা যাবে না বা যাঁরা আসতে পারবেন না তাঁদের হোম ডেলিভারিতে খাবার পাঠিয়ে দিন”।
একই সঙ্গে তিনি শ্রাদ্ধানুষ্ঠানের ক্ষেত্রে ৫০ জন পর্যন্ত উপস্থিত থাকা যাবে বলে জানান।





























































































































