মানুষের কল্যাণে নজর নেই, প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী ঘোষণার প্রতিযোগিতায় মেতেছেন, অভিযোগ সোমেনের

0
1

ভারতের বর্তমান প্রধানমন্ত্রী ক্ষমতায় আসার পর থেকেই শুধু কোনও না কোনও প্রকল্পের ঘোষণাই করে যাচ্ছেন। বাস্তবের সঙ্গে তার কোনও মিল নেই। আবার বিনামূল্যে রেশন দেওয়ার ঘোষণা করলেন। এদিকে আবার রাজ‍্যও বিনামূল্যে রেশন বিতরণ করবে। মানুষের কিসে কল্যাণ হয় সেদিকে কারও নজর নেই। প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী শুধু নিজেদের মধ্যে ঘোষণার প্রতিযোগিতায় নেমেছে। আজ, মঙ্গলবার প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র এমনটাই অভিযোগ করলেন।

তিনি জানিয়েছেন, রাজ্যের মানুষ সঠিকভাবে রেশন পাচ্ছেন কিনা তা না দেখে শুধুমাত্র রেশন নিয়ে কেন্দ্র ও রাজ‍্য সরকার প্রতিযোগিতা শুরু করেছে। পাশাপাশি, পেট্রোল ও ডিজেলের দাম বাড়ায় সমস্যায় পড়েছেন রাজ‍্যর সাধারণ মানুষ। তা নিয়েও কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারকে একহাত নিলেন সোমেন মিত্র।