পূর্ব লাদাখের একাধিক পাহাড় দখলে রেখেছে চিন! আনুষ্ঠানিক কনফারমেশন না থাকলেও জল্পনা প্রবল।
লাদাখের একাধিক জায়গায় পাহাড়ের উঁচু চূড়ায় ঘাঁটি তৈরি করেছে লাল ফৌজ। স্থানীয় জানা গিয়েছে, পূর্ব লাদাখের স্থানীয় পশুপালকরা এই খবর দিয়েছে ভারতীয় সেনাবাহিনীকে।
দুই দেশের সংঘর্ষের আবহে পশুপালকরা উঁচু পাহাড়ে পশু নিয়ে যেতে পারছেন না। তবে যাঁরা জিনিসপত্র বয়ে নিয়ে যেতেন তাঁরা পাহাড়ের কিছুটা অংশ পর্যন্ত যেতে পারছেন। স্থানীয়রা জানাচ্ছেন, পূর্ব লাদাখের একাধিক পাহাড় দখল করেছে চিনা সেনাবাহিনী।
প্রসঙ্গত, গত ১৫ জুন গালওয়ান উপত্যকায় ভারত এবং চিনের মধ্যে সংঘর্ষ হয়। ঘটনায় শহিদ হন ২০ জন ভারতীয় জওয়ান। ঘটনায় আহত হয় বেশ কয়েকজন সেনা। পরিস্থিতি নিয়ে দফায় দফায় বৈঠক হয়েছে। এদিকে পূর্ব লাদাখের একাধিক পাহাড়ে আগ্রাসী মনোভাব নিয়ে টহল দিচ্ছে চিন। অন্যদিকে সামরিক সরঞ্জাম নিয়ে প্রস্তুত হচ্ছে ভারত।
তবে এই খবর কতটা ঠিক, বোঝা সম্ভব নয়। কার্গিলের ক্ষেত্রেও পশুপালকরা বিপদের দিকে দৃষ্টি আকর্ষণ করেছিলেন।































































































































