করোনা আবহে কঠিন অর্থনৈতিক পরিস্থিতির মধ্যে স্কুলের অতিরিক্ত ফি বৃদ্ধির বিরুদ্ধে আজ, মঙ্গলবার সকাল থেকেই কলকাতার অশোক হল স্কুলের সামনে অভিভাবকরা বিক্ষোভ দেখান। তাঁদের দাবি, স্কুল কর্তৃপক্ষ গত তিন মাস ধরে অনলাইনে পড়াশোনা করাচ্ছে। সে অর্থে তাঁরা শুধুমাত্র টিউশন ফি দেবে। সেশন ফি দেবে না।
এর পাশাপাশি, অন্যান্য সমস্ত খরচ যেমন কম্পিউটার খরচ বা স্কুলে যাতায়াতের জন্য বাসের খরচ বা ল্যাবের খরচ দেবেন না। কিন্তু স্কুল কর্তৃপক্ষ সবকিছুরই ফি চাইছে । তাই তাঁদের এই প্রতিবাদ-বিক্ষোভ।
অভিভাবকদের আরও দাবি, স্কুল কর্তৃপক্ষকে চিঠি বা ই-মেইল পাঠানো হলে কোনও উত্তর দেয়নি। এমনকী, স্কুল কর্তৃপক্ষ অভিভাবকদের সঙ্গে সাক্ষাৎ পর্যন্ত করেনি।




























































































































