জিওর গ্রাহকদের জন্য সুখবর! এবার বিনামূল্যে ২ জিবি ডেটার সুবিধা

0
1

আরও এক দারুণ অফার জিওর। এই নিয়ে টানা চার মাস। জিওর শেষ অফার ছিল যে মাসে। এবার রোজ ২ জিবি করে ডেটা পাওয়া যাবে বিনামূল্যে।

এই ডেটা প্যাকের সুবিধা পাওয়া যাবে চলতি প্ল্যানের সঙ্গেই। যার অর্থ অতিরিক্ত কোন ডেটা প্ল্যানের সুবিধা গ্রাহকেরা পেতে পারবেন না। বরং তারা ২ জিবি হাই স্পিড ডেটার সুবিধা নিতে পারবেন। আর এই সুবিধাও আনা হয়েছে মাত্র ৪ দিনের জন্য। তবে সব গ্রাহকদের জন্য এই সুবিধা আনা হয়নি। মাই জিও অ্যাপ থেকে অথবা ওয়েবসাইট থেকে গ্রাহকেরা দেখে নিতে পারবেন কারা এই প্ল্যান পেতে পারবেন। অর্থাৎ এই পরস্থিতিতে যাতে গ্রাহকদের কোন অসুবিধা না হয় সেই কারণেই এই প্ল্যান নিয়ে আসা হয়েছে জিওর তরফে জানা গিয়েছে।