লকডাউনে মানা হলেও, আনলক শুরু হতেই দেশ জুড়ে সুরক্ষা বিধি মানা হচ্ছে না। আনলক টু’র শুরুর আগের দিন এই কথা জানালেন খোদ মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, ভারতে মৃত্যুর হার অন্যান্য দেশের তুলনায় অনেক কম। কারণ, প্রথম থেকেই লকডাউন এবং সুরক্ষা বিধি মেনে চলার সুফল পেয়েছে দেশ। কিন্তু আনলক শুরু হওয়ার পর থেকেই সুরক্ষা বিধি আর সেভাবে মানা হচ্ছে না বলে পর্যবেক্ষণ প্রধানমন্ত্রীর। তিনি জানান, মাস্ক পরা, নির্দিষ্ট সময়ের ব্যবধানে হাত ধোয়া, সামাজিক বিধি মেনে চলা, বড় জমায়েত না করা- এইগুলি যেভাবে লকডাউনের সময় মানা হয়েছিল, এখন আর তা মানা হচ্ছে না। লোকেদের উদাসীনতাই এর জন্য দায়ী। অথচ যেভাবে সংক্রমণ ছড়াচ্ছে, তাতে এখন অত্যন্ত কঠোরভাবে সুরক্ষা বিধি মেনে চলতে হবে।
প্রধানমন্ত্রী বলেন, স্থানীয় প্রশাসনকে এ বিষয়ে নজর রাখতে হবে। প্রয়োজনে শক্ত হাতে নিয়ম পালন করাতে হবে বলেও জানান নরেন্দ্র মোদি।































































































































