তিক্ততা ভুলে করোনা আক্রান্ত নাইসেড অধিকর্তার আরোগ্য কামনায় ফুল-চিঠি পাঠালেন মুখ্যমন্ত্রী

0
1

করোনায় আক্রান্ত খোদ নাইসেড অধিকর্তা শান্তা দত্ত। বর্তমানে তিনি বেলেঘাটা আইডি হাসপাতালে চিকিৎসাধীন। আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কানে এই খবর যাওয়া মাত্রই তিনি উদ্বেগ প্রকাশ করেন। যে সংস্থা করোনার নানাবিধ টেস্ট টেস্ট করছে, তাঁদের শীর্ষ আধিকারিকের আক্রান্ত হওয়া খুবই খারাপ খবর।

তাই এমন খবর পাওয়া মাত্রই শান্তাদেবীর দ্রুত আরোগ্য কামনা করেছেন মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রীর তরফে আরোগ্যের বার্তা দিতে শান্তা দত্তের বাড়িতে পাঠানো হয়েছে ফুল ও চিঠি।

উল্লেখ্য, একটা সময় রাজ্যে করোনা টেস্টের সংখ্যা নিয়ে প্রবল মতবিরোধ তৈরি হয়েছিল রাজ্য সরকার ও নাইসেড কর্তার মধ্যে। ওই সময় শান্তা দত্ত অভিযোগ করেছিলেন, অন্য রাজ্যেও এ রাজ্যের পক্ষ থেকে তুলনায় অনেক কম নমুনা পাঠানো হচ্ছে নাইসেডে। যা নিয়ে সরকারকে তুলোধনা করতে রাজনীতির ময়দানে কোমর বেঁধে নেমে পড়েছিল বিরোধীরা। যা মুখ্যমন্ত্রীকেও চরম অস্বস্তিতে ফেলেছিল।

কিন্তু অতীতের সেই তিক্ততা ভুলে নাইসেড অধিকর্তা শান্তা দত্তের আরোগ্য কামনা করে ফুল ও চিঠি পাঠালেন উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী।