চিনা মাঞ্জা দেওয়া ঘুড়ির সুতো থেকে দুর্ঘটনা এবং মৃত্যু নতুন নয়। বিশেষ করে উড়ালপুলের উপর দিয়ে বাইকে সওয়ার হয়ে যাঁরা যান, এমন আরোহীরা প্রায়শই চিনা মাঞ্জার জন্য দুর্ঘটনার কবলে পড়েন। সম্প্রতি, কলকাতার মা উড়াল পুলে এরকম বেশ কয়েকটি দুর্ঘটনা হয়েছে। এছাড়াও শহরের বিভিন্ন প্রান্তে চিনা মাঞ্জার কবলে পড়ে আহত হয়েছেন অনেকেই। এবার ঘুড়ির সুতোয় চিনা মাঞ্জা ব্যবহার নিয়ে গুরুত্বপূর্ণ শুনানি দিল কলকাতা হাইকোর্ট।
চিনা মাঞ্জা দেওয়া সুতো নিষিদ্ধ করার জন্য কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দাখিল হয়েছিল। সেই মামলায় আজ, সোমবার হাইকোর্ট জানিয়ে দিল, সিন্থটিক সুতো ও ঘুড়ির সুতোয় ব্যবহৃত চিনা মাঞ্জা-সহ যাবতীয় মাঞ্জা ব্যবহার আর করা যাবে না। আজ ওই রায় দেওয়া পর তা কঠোরভাবে প্রয়োগ করার নির্দেশ দেওয়া হল রাজ্য সরকারকে।
উল্লেখ্য, এর আগে গত ২৫ মার্চ ওই মাঞ্জা দেওয়া সুতো ব্যবহার নিষিদ্ধ করে একটি বিজ্ঞপ্তি জারি করে রাজ্য সরকার।




























































































































