চিন, নেপালের পর এবার নতুন করে পাক হুমকি। মুম্বইয়ের তাজ হোটেল উড়িয়ে দেওয়ার হুমকি এল পাকিস্তান থেকে। সোমবার রাতে একটি ফোন কল আসে তাজ হোটেলে। ফোন করা হয় করাচি থেকে। বলা হয়, তাজ হোটেল উড়িয়ে দেওয়া হবে। ঘটনার পরেই হোটেল সংলগ্ন এলাকা জুড়ে নিরাপত্তা বাড়ানো হয়েছে। তল্লাশি চলছে হোটেল সংলগ্ন বিভিন্ন সফট এরিয়াগুলিতে।