আরামবাগ টিভির বিরুদ্ধে ব্ল্যাকমেলিংয়ের অভিযোগ নিয়ে টানাপোড়েন

0
1

আরামবাগ টিভির সফিকূল ইসলাম ও তার স্ত্রীসহ দুজনের বিরুদ্ধে অভিযোগ ঠিক কী? কেন তাঁরা গ্রেফতার? কেন পুলিশ হেপাজতে?

পুলিশ সূত্রে খবর, ব্ল্যাকমেলিংয়ের অভিযোগ জমা পড়েছে। গাছ কাটার ছবি ছাপানোর ভয় দেখিয়ে টাকা তোলা। এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই।

অন্য সূত্র বলছে, এরা ধারাবাহিকভাবে প্রশাসনের বিরুদ্ধে খবর করছিল। একবার ভুয়ো খবরের অভিযোগে মামলা হয়। কিন্তু হাইকোর্ট বলে দেয় গ্রেফতার করা চলবে না। সেই কারণে আবার নতুন মামলা দিয়ে গ্রেফতার করা হয়েছে। এটা প্রশাসনের ষড়যন্ত্র। শাসকশিবির যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে।

অভিযোগপত্রে লেখা আছে সফিকুলদের একটি কাগজ আছে। তার রেজিস্ট্রেশন নম্বর নেই। ডিক্লেয়ারেশন নম্বরে চলে। বিরোধী শিবির বলছে, এর অনেক উদাহরণ আছে।