এবার করোনার কোপ নাইসেডে। করোনায় আক্রান্ত নাইসেডের এক শীর্ষ আধিকারিক। শুক্রবার নাইসেডে থাকাকালীন অসুস্থ হয়ে পড়েন ওই ব্যক্তি। সর্দি সহ শারীরিক সমস্যা দেখা দেয় তাঁর। এরপর বাড়ি চলে যান তিনি। লালারসের নমুনা সংগ্রহ করা হয়। সোমবার তাঁর রিপোর্ট পজিটিভ আসে। আপাতত হোম আইসোলেশন চিকিৎসাধীন তিনি। জানা গিয়েছে, বিআরডিএল – এর আধিকারিক সহ বিজ্ঞানীদের নমুনা সংগ্রহ করা হয়েছে। তবে সেই রিপোর্ট এখনও আসেনি।