দেশজুড়ে করোনা সংক্রমণ বেড়েই চলেছে। তার মধ্যে পাঁচটি রাজ্যের অবস্থা এখনও যথেষ্ট সঙ্গীন। এই পরিস্থিতিতে ওই পাঁচটি রাজ্য থেকে ট্রেন বা বিমান চলাচল আপাতত বন্ধ রাখার প্রস্তাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার, নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, সব রাজ্যের প্রতি বাংলার সহমর্মিতা রয়েছে। কিন্তু যেভাবে করোনাভাইরাস ছড়াচ্ছে, তাতে আপাতত বেশি সংক্রমিত পাঁচটি রাজ্য থেকে ট্রেন চলাচল বন্ধ রাখা হোক। মুখ্যমন্ত্রী বলেন, পরিযায়ী শ্রমিকদের বিষয়টা রাজ্য সরকার সামলে নিয়েছে। কিন্তু এই পরিস্থিতিতে সংক্রমিত অঞ্চল থেকে বেশি সংখ্যক লোক রাজ্যে এলে কারোনা সংক্রমণ ছড়ানোর আশঙ্কা বেড়ে যাবে।
পাশাপাশি, ওইসব রাজ্যগুলি থেকে বিমান চলাচলেও আপত্তি জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি অভিযোগ করেন, অসামরিক বিমান পরিবহন মন্ত্রক এবিষয়ে নজরদারি করছে না। ফলে রাজ্যের পক্ষে নজরদারি করাটা অত্যন্ত সমস্যার হয়ে দাঁড়াচ্ছে। শুধু তাই নয়, অন্যান্য রাজ্য থেকেও সপ্তাহে একদিন বিমান চালানোর পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। আন্তর্জাতিক বিমানের মাসে একদিন উড়ানের প্রস্তাব দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও ইতিমধ্যে কেন্দ্রের তরফ থেকে ১৫ জুলাই পর্যন্ত আন্তর্জাতিক বিমান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, চলবে শুধু কার্গো বিমান।