আন্দোলনের পথে ট্রাক মালিকরা, বন্ধ হবে পণ্য পরিবহন? কাল সিদ্ধান্ত

0
1

এবার ট্রাক ধর্মঘটের ডাক। একদিকে ডিজেলের দাম বৃদ্ধি, অন্যদিকে ট্যাক্স মকুব না হওয়ার কারণে ট্রাক মালিকরাও বাস মালিকদের মতো ধর্মঘটে যাওয়ার হুমকি দিলেন। প্রায় ৬ লক্ষ ট্রাক বন্ধ হলে রাজ্য জুড়ে পণ্য পরিবহন যে শিকেয় উঠবে, তা বলার অপেক্ষা রাখে না।

ট্রাক মালিকদের বক্তব্য, রোড ট্যাক্স মকুবের দাবিতে ট্রাক মালিক সংগঠন রাজ্য সরকারকে আগেই চিঠি দিয়েছিল। তাদের দাবি, লকডাউনে প্রায় ৬০% ট্রাক বসে। তারমধ্যে যে ট্রাকগুলো চলছে সেখানে সবচেয়ে বড় বাধা ডিজেলের দাম বৃদ্ধি। শেষ দু’সপ্তাহে লিটারে ১০টাকা বৃদ্ধি হয়েছে। পাশাপাশি সরকারের কাছে আবেদন ছিল অক্টোবর পর্যন্ত রোড ট্যাক্সে ছাড় দেওয়া। কিন্তু চিঠি দেওয়ার পরেও এ ব্যাপারে কোনও সাড়া মেলেনি। কাল, মঙ্গলবার রাজ্যের সঙ্গে বৈঠক ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের। সেখানে সদর্থক কোনও সিদ্ধান্ত না হলে ধর্মঘটে যাওয়া ছাড়া আর বিকল্প পথ থাকবে না।