*বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের মিল্লি কলেজে ঢোকার পথ বন্ধ হলো পরিচালন কমিটির সিদ্ধান্তে*

0
3

মিলি এডুকেশনাল অর্গানাইজেশন কার্যত পাকাপাকিভাবেই বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের কলেজে ঢোকার পথ বন্ধ করে দিলো৷ এই সংস্থাই কলকাতার মিল্লি আল-আমিন কলেজ ফর গার্লস পরিচালনা করে৷ এই কলেজেরই ভারপ্রাপ্ত অধ্যাপক বৈশাখী দেবী৷

মিলি এডুকেশনাল অর্গানাইজেশনের সম্পাদক মহম্মদ জিয়াউদ্দিন হায়দার রাজ্যের উচ্চশিক্ষা দফতরের প্রধান সচিবকে এক চিঠিতে মিল্লি এডুকেশনাল অর্গানাইজেশন পরিচালিত মিল্লি আল-আমিন কলেজ ফর গার্লসে রাজ্য সরকার যে সব অনুমোদিত শিক্ষক ও অশিক্ষক কর্মচারী পাঠিয়েছে, তা প্রত্যাহার করার অনুরোধ জানিয়েছেন৷ প্রসঙ্গত, বৈশাখী দেবীকে এই কলেজে নিয়োগ করেছিলো রাজ্য সরকার -ই৷ পরিচালন সমিতির এই সিদ্ধান্তে বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের কলেজে ঢোকা বন্ধ হওয়ার সম্ভাবনা পুরোমাত্রায়৷

পরিচালন সমিতির সম্পাদক চিঠিতে আরও জানিয়েছেন, এবার থেকে এই কলেজ নিজস্ব তহবিলের টাকায় পরিচালিত হবে এবং রাজ্য সরকারের কাছ থেকে কোন পে-প্যাকেট ছাড়াই প্রতিষ্ঠানটি চলবে৷ রাজ্য সরকারকে দ্রুত এ বিষয়ে পদক্ষেপ করতেও অনুরোধ জানিয়েছেন পরিচালন সমিতির সম্পাদক ৷

ওই সংস্থার এ ধরনের সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় অনেকেই বলেছেন, রাজ্য সরকারের সঙ্গে আগেই আলোচনা না করে এ ধরনের বড় সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়৷ সরকার আগেই জানতো বিষয়টি৷ এখন দেখার সরকার
বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে অন্য কোনও কলেজে নিয়োগ করার উদ্যোগ গ্রহণ করে কি’না৷