পরিযায়ী শ্রমিকদের তথ্য নিয়ে দেশে প্রথম অ্যাপ, নাম ঠিক করবেন মুখ্যমন্ত্রী

0
1

পরিযায়ী শ্রমিক এবং তাঁদের পরিবার সম্পর্কে যাবতীয় তথ্য নিয়ে এক মোবাইল অ্যাপ চালু করতে চলেছে রাজ্য সরকার৷

বাংলায় কাজের জন্য আসা এবং বাংলা থেকে অন্য রাজ্যে যাওয়া সব পরিযায়ী শ্রমিকের বিশদ বিবরণ এই অ্যাপে পাওয়া যাবে৷ মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্য শ্রম দফতর এই অ্যাপ তৈরি করছে৷ অ্যাপের নাম মুখ্যমন্ত্রী ঠিক করবেন। দিন কয়েকের মধ্যেই এনিয়ে ঘোষণা হবে। এই অ্যাপ উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রীই৷ এ ধরনের অ্যাপ দেশে এটাই প্রথম বলে দাবি করা হয়েছে৷

জানা গিয়েছে, এই অ্যাপের তথ্যভাণ্ডারে থাকছে, শ্রমিকদের নাম, পরিচয়, পরিবারের সদস্যদের নাম, বাড়ির ঠিকানা, কী ধরনের কাজের সঙ্গে যুক্ত, কোথায় কাজ করতে যাচ্ছেন, কার অধীনেই বা কাজ করছেন ইত্যাদি। সঙ্গে থাকবে সংশ্লিষ্ট শ্রমিকের এবং তাঁর নমিনির ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আধার কার্ড, ভোটার কার্ড, এরাজ্যের সামাজিক সুরক্ষা যোজনার কার্ডের নম্বরের মতো জরুরি তথ্য৷ সেই শ্রমিকের কোনও বিপদে সংশ্লিষ্ট রাজ্যের সঙ্গে যাতে দ্রুত যোগাযোগ করা যায়, সেই ব্যবস্থা রাখার কথাও ভাবা হচ্ছে। কোনও রকম সামাজিক প্রকল্প বা মৃত্যুকালীন প্রাপ্য অর্থ যাতে পরিবারের নির্দিষ্ট উত্তরাধিকার বা সদস্য দ্রুত পেতে পারে, সেদিকেও খেয়াল রেখেছে অ্যাপটি। শ্রম দফতর সূত্রের খবর, লকডাউন চলাকালীন বাংলার বাসিন্দা কতজন পরিযায়ী শ্রমিক নিজেদের বাড়ি ফিরেছেন, তার তালিকা তৈরি এখন চূড়ান্ত পর্যায়ে। এখনও পর্যন্ত মোটিমুটি ১১ লাখ পরিযায়ী শ্রমিকের হিসেব পাওয়া গিয়েছে। কয়েকটি জেলা থেকে কিছু তথ্য আসা বাকি আছে৷ এব্যাপারে শেষ পর্যায়ের কাজ চলছে।
অ্যাপের পাশাপাশি এই সব তথ্য একটি নির্দিষ্ট পোর্টালেও রাখা সম্ভব কি’না, তা নিয়ে শ্রম দফতরে আলোচনা চলছে৷