বঙ্গবিজেপিতে যাকে তাকে নিরাপত্তা, তুলে নিতে পারে কেন্দ্র

0
1

বিজেপিতে যোগ দিলেই কেন্দ্রীয় নিরাপত্তা। কয়েকজন জওয়ান ঘিরে। এটাই রীতি হয়ে গেছিল। বড়, ছোট, মেজো, চুনোপুঁটি নেতাদেরও নিরাপত্তা। বিশেষত তৃণমূল থেকে এলেই। সূত্রের খবর, কেন্দ্রীয় নেতৃত্ব এখন গোটাটা বিবেচনা করছেন। কিছু ক্ষেত্রে নিরাপত্তা তোলা হতে পারে। যারা রাজ্য কমিটিতেও আসার যোগ্যতা দেখায়নি, তারা আধাসেনা নিয়ে ঘুরছে। এটা দৃষ্টিকটূ হচ্ছে। যখন সীমান্তে জওয়ান বাড়ানো হচ্ছে, তখন এখানে জওয়ানরা চতুর্থ শ্রেণির কিছু তথাকথিত নেতার পাশে অপ্রয়োজনে ঘুরছেন। স্বরাষ্ট্রমন্ত্রক গোটাটা পর্যালোচনা করছে বলে খবর। স্ট্যাটাস সিম্বলের জন্য জওয়ানদের ব্যবহার করা চলবে না বলেই মন্ত্রক নীতি নিচ্ছে। যাদের একান্ত প্রয়োজন, তাদের মধ্যে দিলীপ ঘোষ, মুকুল রায়দের নাম থাকছে। থাকছেন কয়েকজন সাংসদ। দুএকজন পদাধিকারী। তার বেশি কাউকে নতুন তালিকায় রাখা হবে না। আবার একটি সূত্র বলছে বিধানসভা নির্বাচনের আগে কারুর নিরাপত্তা প্রত্যাহার নাও হতে পারে। সেইজন্যেও কেউ কেউ লবি করছেন।