সড়ক নির্মাণ মন্ত্রীর বাড়িতে ঢুকে গেল বৃষ্টির জমা জল, শোরগোল সোশ্যাল মিডিয়ায়

0
3

বৃষ্টিতে জলমগ্ন গোটা বিহার। এরই মধ্যে একটি ছবিতে শোরগোল পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়া ট্যুইটার জুড়ে। ছবিটিতে দেখা গিয়েছে খোদ বিহারের সড়ক নির্মাণ মন্ত্রীর বাড়ির সামনেই এক হাঁটু জল। কর্মের ফল বলে ছবিটিকে ব্যাখ্যা করেছেন নেটিজেনরা। বিহারের সড়ক নির্মাণ মন্ত্রী নন্দকিশোর যাদবের বাড়ির সামনে প্রায় এক হাঁটু জল।
এই ছবিকেই দেখে বিদ্রূপ করেছেন নেটিজেনরা। তাঁরা বলছেন এবার কেমন লাগবে যদি নিজে এই জমা জল পেরিয়ে অফিস যান। সাধারণ মানুষের কষ্টটা বুঝবেন তিনি। টানা তিন দিন ধরে বৃষ্টি চলছে বিহারে। খারাপ আবহাওয়ার সতর্কবার্তা ছিল আগে থেকেই। তবে তার চেহারা যে এতটা ভয়ঙ্কর হবে, তা ভাবা যায়নি। একে টানা বৃষ্টি, তার মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুত।
পাটনা শহরের একাধিক জায়গায় জল জমে গিয়েছে। পুরোপুরি জলমগ্ন রাজবংশী নগর, রাজেন্দ্র নগর, কঙ্করবাগ এলাকা। রীতিমতো সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। নিকাশি ব্যবস্থার বেহাল দশার জন্যই এই পরিস্থিতি বলে কটাক্ষ করেছেন বিহারের মানুষ। সেই পরিস্থিতি থেকে বাদ পড়েননি খোদ সড়ক নির্মাণ মন্ত্রীও।