পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পথে কংগ্রেস সাংসদ অধীররঞ্জন চৌধুরী। সোমবার, বহরমপুর সাংসদের ডাকে মুর্শিদাবাদ জেলা জুড়ে শুরু হয় অভিনব প্রতিবাদ মিছিল। বহরমপুরে জেলা কংগ্রেসের কার্যালয় থেকে অধীর চৌধুরীর নেতৃত্বে মিছিল বের হয়। মিছিলের সামনে মোটর বাইক কাঁধে নিয়ে শহর পরিক্রমা করে কংগ্রেস নেতৃত্ব। গোটা বহরমপুর শহর এই মিছিল পরিক্রমা করে।
এর আগেও পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধি নিয়ে মোদি সরকারকে কটাক্ষ করেছেন অধীর চৌধুরী। এমনকী অন্যান্য দেশের পেট্রোপণ্যের দামের তুলনা দিয়েছেন তিনি।