হার্লে ডেভিডসনে প্রধান বিচারপতি! ছবি ছড়াতেই বিতর্ক

0
4

অবাক করে দেওয়ার মতো ঘটনাই বটে! বাইকে চেপে পোজ দিচ্ছেন দেশের প্রধান বিচারপতি শরদ অরবিন্দ বোবদেকে।

সোশ্যাল মিডিয়াতে সেই চমকপ্রদ ছবি দেখে জোর চর্চায় নেমে পড়েছে নেটিজেনরা। ছবিতে দেখা যাচ্ছে, ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হার্লে ডেভিডসনে বসে আছেন।

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বোবদেকে এখন নাগপুরে তাঁর হোম টাউনে রয়েছেন। আর সেখানেই এই লকডাউনে তাঁকে দেখা গেল বিশ্বের সর্বশ্রেষ্ঠ এবং অভিজাত বাইকে বসে আছেন তিনি।

তবে অনেকেই আবার প্রশ্ন তুলেছেন, বাইকে সওয়ার প্রধান বিচারপতির মাথায় হেলমেট বা মুখে মাস্ক নেই কেন? সুপ্রিম কোর্টের আইনজীবী প্রশান্ত ভূষণ এক টুইটে, দেশের প্রধান বিচারপতির এমন ছবি নিয়ে কটাক্ষও করেছেন।

যদিও বোবদের বাইকপ্রেম অবশ্য নতুন নয়। এর আগে একটি বুলেট চালাতেন তিনি। সেই ছবিও প্রকাশ্যে এসেছিল। তবে এবার কালো জামা এবং কালো প্যান্ট পরে ম্যাচিং করে কালো রঙের হার্লে ডেভিডসনে প্রধান বিচারপতির বসে পোজ দেওয়ার ছবি ট্যুইট করেছে ”বার অ্যান্ড বেঞ্চ” নামক একটি সংস্থাও।