বাড়ি ফিরলেন মুকুল, ভালো আছেন অশোক

0
1

করোনাকে হার মানিয়ে বাড়ি ফিরলেন শিলিগুড়ি পুরসভার প্রশাসক মণ্ডলীর সদস্য মুকুল সেনগুপ্ত। ২১জুন তিনি করোনাতে আক্রান্ত হন। তারপর তাঁকে শহরের একটি নার্সিংহোমে ভর্তি করানো হয়। সেখানেই তাঁর চিকিৎসা চলে। তাঁর স্ত্রী ও মেয়েকে হোটেলে কোয়ারেন্টাইনে থাকার ব্যবস্থা করে দেন রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব। তাঁদের পরীক্ষা করা হলে, দুজনেরই রিপোর্ট নেগেটিভ আসে। সোমবার মুকুল সেনগুপ্ত তাঁর স্ত্রী ও মেয়েকে নিয়ে বাড়ি ফিরে যান। ছাড়া পেলেও আগামী ১৪দিন তাঁকে বাড়িতেই থাকার নির্দেশ দিয়েছেন চিকিৎসকরা।
এদিকে অশোক ভট্টাচার্যের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে।যদিও তিনি আইসিইউতে রয়েছেন। তবে আগের থেকে এখন চিকিৎসায় ভালো সাড়া দিচ্ছেন বলে হাসপাতাল সূত্রে খবর।