একটানা বৃষ্টির জেরে পাহাড়ে ধস। রিম্বিক লোধামার কাছে ধস নেমে নবনির্মিত রাস্তা ভেঙে যায়। বেশ কয়েকদিন ধরেই বৃষ্টি চলছে পাহাড় ও সমতলে। তার জেরে পাহাড়ে বিভিন্ন জায়গাতেই ধস নেমেছে। কিন্তু রবিবার লোধামায় একটি বড় ধস নামে। সমতল থেকে পাহাড়গামী রাস্তা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। ধসের জেরে যানচলাচলও বন্ধ থাকে বেশ কিছুক্ষণ। পরে প্রশাসন রাস্তা পরিষ্কার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে সোমবার থেকে রোদ ওঠায় কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন পাহাড়বাসী।