বড় মেঘে তুমুল বৃষ্টি কলকাতা ও আশপাশে

0
1

সকাল দশটা থেকে তুমুল বৃষ্টি কলকাতা, সংলগ্ন অঞ্চল এবং দক্ষিণ চব্বিশ পরগনায়। কলকাতা ও সংলগ্ন অঞ্চলে বড় মেঘের কথা আগেই জানিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের আকাশে একাধিক বজ্রগর্ভ মেঘে জেরেই বৃষ্টি হচ্ছে বলে জানিয়েছে হাওয়া অফিস। একেকটি মেঘপুঞ্জের উচ্চতা ৭ থেকে ৯ কিলোমিটার। আর এর জেরেই সোমবার সকাল থেকে আকাশ মেঘলা। ১০ টা থেকে তুমুল বৃষ্টি শুরু হয় কলকাতা, সল্টলেক ও দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন জায়গায়। হাওয়া অফিস সূত্রে জানানো হয়েছে, ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে এই মুহূর্তে নেই। উত্তরবঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে।