চিনকে টক্কর দিতে জুলাইতেই চারটি রাফাল যুদ্ধবিমান হাতে পাবে ভারত

0
1

সীমান্তে উত্তাপের মধ্যেই শক্তি বাড়তে চলেছে ভারতীয় বায়ুসেনার। সূত্রের খবর, আগামী ২৭ জুলাইয়ের মধ্যে প্রথম দফায় চারটি রাফাল জেট ভারতে পাঠিয়ে দেবে ফ্রান্স। ফাইটার জেটে লাগানো থাকবে শক্তিশালী মিসাইল। সেগুলি ল্যান্ড করবে অাম্বালা এয়ারবেসে। পরের দফায় আসবে আরও দুটি। সব ঠিক থাকলে এ বছরের মধ্যেই ছ’টি রাফাল ফাইটার জেট হাতে পাওয়ার কথা ভারতীয় বায়ুসেনার।

চিন-ভারত প্রকৃত নিয়ন্ত্রণরেখায় সংঘর্ষের পরিস্থিতিতে সার্বিক প্রস্তুতি নিতে আর দেরি করতে চায় না ভারত। রাফাল ফাইটার জেটের জন্য ইতিমধ্যেই একপ্রস্থ আলোচনা হয়েছে ফ্রান্সের দাসো অ্যাভিয়েশনের সঙ্গে। সূত্রের খবর, ২৭ জুলাইয়ের মধ্যে প্রথম দফায় চারটি রাফাল জেট ভারতে পাঠিয়ে দেবে ফ্রান্স। পরের দফায় আসবে আরও দুটি।

গালওয়ান উপত্যকার ১৪ নম্বর পেট্রলিং পয়েন্টে তাঁবু খাটিয়ে বসে গেছে চিনা সেনা, সাম্প্রতিক উপগ্রহ চিত্রে ধরা পড়েছে এমনই ছবি। অন্যদিকে, তিব্বতের কাছে এয়ারবেসে চিনের বায়ুসেনার তৎপরতাও বাড়ছে বলে খবর। ভারতের আকাশসীমাকে সবরকমভাবে সুরক্ষিত রাখতে কমব্যাট ফাইটার জেট নামিয়েছে ভারতীয় বায়ুসেনা। চিনা গতিবিধি নজরে রাখতে টহল দিচ্ছে ভারতের সুখোই-৩০, মিগ-২৯ ফাইটার জেটের নয়া ভার্সন। অন্যদিকে শক্তিশালী অ্যাটাক হেলিকপ্টার অ্যাপাচে এএইচ-৬৪ই, সিএইচ-৪৭ এফ চিনুক মাল্টি-মিশন হেলিকপ্টারও নামিয়েছে বায়ুসেনা। রাফাল হাতে এলে কমব্যাট ফাইটার জেটের মোকাবিলায় চিনকে আরও ভালভাবে টক্কর দিতে পারবে ভারতীয় বিমানবাহিনী।