মহামারীর পরিস্থিতিতে নয়া পরিকল্পনা রাজ্য সরকারের। এবার ৩ বছরের নীচে শিশুদের খাবার বাড়িতে গিয়ে পৌঁছে দেওয়ার পরিকল্পনা করেছে রাজ্য সরকার। একথা জানিয়েছেন রাজ্যের নারী ও শিশুকল্যাণ দফতরের মন্ত্রী শশী পাঁজা।
তিনি বলেন, “লকডাউন শুরুর পর থেকেই রাজ্যের আইসিডিএস সেন্টারগুলি বন্ধ রয়েছে। আগে শিশুদের নিয়ে মা ও প্রসূতিরাও সেন্টারে গিয়ে খাবার পেতেন। তাঁরা যে পরিমাণে আহার পেতেন, আমরা এখন সেই পরিমাণেই আলু, চাল বাড়িতে পৌঁছে দিয়েছি। করোনা পরিস্থিতি কেটে গেলেই রাজ্যের আইসিডিএস কেন্দ্রে পড়াশোনা চালু হবে। তখন ছোট শিশুদের খাবার বাড়ি বাড়ি গিয়ে দেওয়া হবে। আমরা এখন এটা ভাবনাচিন্তা করছি। সিদ্ধান্ত নেওয়া হলে ঘোষণা করব। তখন এটা কার্যকরী হবে।”
তবে মন্ত্রী জানিয়েছেন, ৩ থেকে ৬ বছরের শিশুদের অঙ্গনওয়াড়ি কেন্দ্রেই খাওয়ানো হবে। আইসিডিএস কেন্দ্র খুললে প্রতিটি পড়ুয়া ও শিশুদের মাস্ক দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।