খাবারের সন্ধানে লোকালয়ে ঢুকে পড়ল হাতি। সোমবার ঝাড়গ্রামে লোধাশুলি ও জিতুশোলের মাঝে জঙ্গল থেকে বেরিয়ে রাজ্য সড়কে চলে যায় হাতিটি। গ্রামবাসীরা জঙ্গলে ফেরাতে চেষ্টা করলেও চালের কলে ঢুকে যায় হাতিটি। প্রায় এক ঘণ্টা ওই চাল কলে থেকে দশ বস্তা ধান খায় হাতিটি। এরপর জঙ্গলে চলে যায় হাতিটি। এই ঘটনায় আতঙ্কে রয়েছেন গ্রামবাসী থেকে চাল কলের কর্মীরা।