করোনা এবার স্কুলপাঠ্যে!

0
1

আগামী শিক্ষাবর্ষ থেকে স্কুলপাঠ্যে অন্তর্ভুক্ত হতে চলেছে নভেল করোনাভাইরাস। সোমবার সিলেবাস কমিটির সঙ্গে বৈঠক হয় স্কুল শিক্ষা দফতর এবং মধ্যশিক্ষা পর্ষদের। ওই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় আগামী শিক্ষাবর্ষে প্রথম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রত্যেকটি পাঠ্যবইয়ে ভাইরাস সম্পর্কে বিভিন্ন বিষয় উল্লেখ করা হবে। বইয়ের শেষ পাতায় বিস্তারিত বিবরণ থাকবে। কীভাবে ছড়াল এই ভাইরাস? বিশ্ব সহ সারা ভারতে এর কী প্রভাব? একইসঙ্গে ভাইরাসের উপসর্গ এবং কীভাবে পড়ুয়ারা নিজেদের রক্ষা করবে তা উল্লেখ করা হবে। জানা গিয়েছে, চিকিৎসকদের সঙ্গে আলোচনা করে এই বিষয়গুলি অন্তর্ভুক্ত করা হবে।