বেজিংয়ে বিক্ষোভ !
গত ১৫ জুন গালওয়ানে ভারতীয় সেনার সঙ্গে সংঘর্ষে লালফৌজের কতজন সেনা হতাহত হয়েছেন, তা নিয়ে এতদিন পরেও কোনও তথ্য প্রকাশ করেনি বেজিং৷
নিজেদের এই অকারন অবস্থানে, এবার দেশের মধ্যেই অন্যরকম চাপে পড়েছে চিনের কমিউনিস্ট সরকার৷ একটি মার্কিন সংবাদমাধ্যমের রিপোর্টে এমনই দাবি করা হয়েছে৷
মার্কিন সংবাদমাধ্যম ‘Breitbart’-এর একটি প্রতিবেদন বলছে, চিনের সাধারণ মানুষ এখন জানতে চাইছেন, গালওয়ানে তাঁদের ঠিক কতজন সেনার প্রাণ হারিয়েছেন৷ বিশেষ করে সেনা পরিবারের সদস্যরা নিহতদের নাম পরিচয় জানতে চাইছেন, তাদের পরিবারের কেউ মৃতের তালিকায় আছেন কি’না! সোশ্যাল মিডিয়াতেও এ নিয়ে সরব হয়েছেন অনেকেই৷
ওদিকে, নিহত সেনাদের পরিচয় জানানো নিয়ে নীরব থাকার নীতি এখনও চিন সরকার চালিয়ে যাচ্ছে৷ এই মুখ বন্ধ করে থাকাটা সেদেশের মানুষ ভাল ভাবে নিচ্ছেন না৷
সোশ্যাল মিডিয়ায় চিনা সেনাকর্মীদের পরিবারের সদস্যরা শি জিনপিং-এর সরকারের সমালোচনায় দারুনভাবে সরব হয়েছেন৷ তাঁদের দাবি, সরকার এখনই গালওয়ান সংঘর্ষে নিহত চিনা সৈনিকদের নাম প্রকাশ করা হোক৷ নিজেদের পরিবারের সদস্যদের অবস্থা নিয়ে সেনা কর্মীদের পরিবারগুলিও উৎকণ্ঠায় রয়েছেন৷
গালওয়ান সংঘর্ষে ২০ জন ভারতীয় সেনার মৃত্যু হয়েছিল৷ কিন্তু চিনের কতজন সেনার মৃত্যু হয়, সে বিষয়ে কোনও তথ্য প্রকাশ্যে আনেনি চিন৷ তারা যুক্তি দেখায়, উত্তেজনা প্রশমনের স্বার্থেই তারা এই তথ্য সামনে আনছে না৷ যদিও তাদের কয়েকজন কম্যান্ডারের মৃত্যু হয়েছিল বলে স্বীকার করে বেজিং৷ চিন সরকারের সরকারি মুখপত্র গ্লোবাল টাইমস-এর সম্পাদকও ট্যুইটারে স্বীকার করেন যে সংঘর্ষে চিনেরও বেশ কয়েকজন সেনা হতাহত হয়েছিলেন৷ এবার চিন সরকার দেশের মধ্যেই চাপে পড়েছে৷