মুম্বই-মডেলে দ্রুত মেট্রো চালু হোক কলকাতায়: মুখ্যমন্ত্রী

0
2

কলকাতায় দ্রুত মেট্রো পরিষেবা চালু হোক- চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগেই তিনি জানিয়েছিলেন, পয়লা জুলাই থেকে কলকাতায় মেট্রো চালুর ব্যাপারে উদ্যোগ নিতে। সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকে তিনি জানান, এ বিষয়ে মেট্রো রেল কর্তৃপক্ষের সঙ্গে তাঁদের কথা হয়েছে।

তিনি জানিয়েছেন, যেভাবে মুম্বইতে তাঁরা পরিষেবা চালু করছেন, সেভাবেই যদি কলকাতায় মেট্রো চালানো যায়। এ বিষয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, জরুরি পরিষেবায় যুক্ত ব্যক্তিদের জন্য তাঁরা ট্রেন চালাতে পারে। সে ক্ষেত্রে একমাত্র সামাজিক দূরত্ব বজায় রেখে ট্রেন চালানো সম্ভব। মুখ্যমন্ত্রী বলেন, “আমরা চাই সবার জন্যই মেট্রো চলুক। কিন্তু মেট্রো রেলওয়ে যদি এইটা চাই শুধু জরুরি পরিষেবায় যুক্তদের জন্যেই ট্রেন চালাতে চায় সে ক্ষেত্রে কিছু লোক চলে গেলে বাস বা অন্যান্য পরিবহনে ভিড় কমে যাবে”। এ বিষয়ে দ্রুত পদক্ষেপ করতে আর্জি জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে কবে এই পরিষেবা চালু হবে তা এখনও স্পষ্ট নয়।