শহরের বুকে ব্যাঙ্কের ভল্ট ভেঙে লুঠের চেষ্টা, সতর্ক করে দিল পুলিশকে

0
1

এবার মহানগরের বুকে ব্যাঙ্ক লুঠের চেষ্টা। নিউ মার্কেটের ইউকো ব্যাঙ্কের ভল্ট কেটে সোনা লুঠের চেষ্টা। যদিও লুঠের চেষ্টা ব্যর্থ হয়েছে বলে ব্যাঙ্ক কর্তৃপক্ষ জানিয়েছে।

ব্যাঙ্ক কর্তৃপক্ষ জানিয়েছে, ব্যাঙ্কের লক যথাযথভাবে না দেওয়ার কারণেই প্রাথমিকভাবে এই পরিস্থিতি তৈরি হয়। লক ভেঙে ভল্ট কাটার চেষ্টা হয় এবং তার আগে সিসিটিভির তার কেটে দেওয়া হয়। তবে শেষ পর্যন্ত ডাকাতদের উদ্যোগ সফল হয়নি। গ্রাহকদের সমস্ত সোনা অক্ষত রয়েছে বলেই জানানো হয়েছে।

ঘটনার পরিপ্রেক্ষিতে কলকাতার পুলিশ কমিশনার শহরের ৮ জন ডিসিকে সতর্ক করেছেন। তাদের এলাকার ব্যাঙ্কগুলির তালিকা তৈরি করতে করার নির্দেশ দিয়েছেন। সেই সঙ্গে ব্যাঙ্কের লক এবং সিসিটিভির উপর আলাদা অ্যালার্মের ব্যবস্থার কথাও ভাবা হয়েছে।