চিনের নিপীড়নের বিরুদ্ধে ফের আন্দোলন হংকংয়ের প্রতিবাদীদের

0
3

করোনা বিশ্ব মহামারির মধ্যেও গণতন্ত্রের দাবিতে আন্দোলন ফের দানা বাঁধছে হংকংয়ে। চিনের প্রস্তাবিত জাতীয় নিরাপত্তা আইনের প্রতিবাদে কাউলুন শহরের জরডান থেকে মংকক পর্যন্ত মিছিল করেন কয়েক হাজার মানুষ। শান্তিপূর্ণ এই মিছিল থেকেও ৫৩ জন প্রতিবাদীকে গ্রেফতার করেছে চিনা পুলিশ। রবিবারের এই মিছিল আটকাতে সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়েছিল চিনের সশস্ত্র পুলিশ। কয়েক জায়গায় মিছিলে যোগদানকারীদের উপরে লঙ্কার গুঁড়ো স্প্রে করেছে তারা। পুলিশের দাবি, একাধিক জায়গায় প্রতিবাদীরা রাস্তা আটকানোর চেষ্টা করেছেন। যদিও বিক্ষোভকারীরা চিনা পুলিশের এই দাবি উড়িয়ে বলেছেন, ওরা মিথ্যে কথা বলছে। এসব হল মানবাধিকার লঙ্ঘনের জঘন্য নজির।

দীর্ঘদিন ব্রিটিশ শাসনে থাকা হংকংয়ের অধিকার পেয়েই সেখানকার নাগরিকদের উপর দমনপীড়ন চালাচ্ছে চিন। হংকংবাসীর গণতান্ত্রিক অধিকার খর্ব করতে সক্রিয় চিনা কমিউনিস্ট পার্টি। চিনের মূল ভূখণ্ডের নাগরিকরা যেমন রাষ্ট্রের কড়া নজরদারিতে থাকেন, হংকংয়ের নাগরিকদের ক্ষেত্রেও সেই পরিবেশ জারি করতে চায় চিন। প্রতিবাদীদের অভিযোগ, শি জিনপিং ক্ষমতায় আসার পর থেকেই হংকংয়ের নাগরিকদের উপর নিপীড়ন বেড়েছে। এই নিয়ে প্রতিবাদ করতেই লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন হংকংয়ের গণতন্ত্রপ্রেমী মানুষ। বহু প্রতিবাদীকে গ্রেফতার করা হলেও আন্দোলন অব্যাহত। একদিকে হংকংয়ে নতুন আইন দ্রুত পাশ করাতে মরিয়া চিন, অন্যদিকে আমেরিকা হুমকি দিয়েছে বেজিং আইন পাশ করালে হংকংয়ে আর্থিক নিষেধাজ্ঞা জারি করা হবে। সবমিলিয়ে করোনা অাবহেও চিনের বিরুদ্ধে দিকে দিকে আগ্রাসনের অভিযোগ জোরদার হচ্ছে।