বাস চলাতে নামল ব়্যাফ, তবু বারাসতে যাত্রী হয়রানি

0
1

বেসরকারি বাস চলাচল নিয়ে অচলাবস্থা কাটেনি। পরিস্থিতি সামাল দিতে শেষ পর্যন্ত ব়্যাফ নামাতে হলে প্রশাসনকে, কিন্তু তাও যাত্রী হয়রানি ঠেকানো গেল না বারাসতে। বারাসতের তিতুমীর কেন্দ্রীয় বাস টার্মিনাস থেকে প্রশাসনিক পর্যায়ে আলোচনার পরে দু একটি বাস চলাচল করলেও, বাস মালিকরা বাস না চালানোর সিদ্ধান্তে অনড়। ভাড়া নিয়ে প্রশাসনের সঙ্গে আলোচনা ফলপ্রসূ না হওয়ায় এখনও বাস চলাচল স্বাভাবিক নয়। এদিকে বাস চালানোর ক্ষেত্রে প্রশাসনের তরফে ব়্যাফ নামতে দেখা গেছে প্রান্তিক ওই টার্মিনাসে।
বাস চালানোর জন্য বাস মালিকদের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ। প্রশাসনিক স্তরে আলোচনা হলেও এখনও অচলাবস্থা না কাটায় কাজের দিনে বাস না পেয়ে নাজেহাল যাত্রীরা।