বিধানসভা নির্বাচনে একা লড়বে বিজেপি: দিলীপ ঘোষ

0
1

কারোর সঙ্গে নয়। একুশের নির্বাচনে একাই লড়বে বিজেপি। রবিবার একথা বলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। দীর্ঘদিন পর রবিবার প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন তিনি। সকালে বাড়ি থেকে বেরিয়ে নিউটাউন ইকো পার্কের প্রাতঃভ্রমণ ও যোগা করেন।

২০২১ সালের বিধানসভা নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, বাম, কংগ্রেস, তৃণমূল তারা ঠিক করে রেখেছে একসঙ্গে লড়বে কি না। তবে বিজেপি ঠিক করে রেখেছে একাই লড়বে। দিলীপ ঘোষ বলেন, দীর্ঘদিন লকডাউনের কারণে ঠিকমতো প্রাতঃভ্রমণ করতে পারেননি। অন্যদিকে তিনমাস বাড়িতে বসে থাকলেও মানুষের সঙ্গে বিজেপির কার্যকর্তারা যোগাযোগ রেখেছেন বলে জানান দিলীপ ঘোষ। এদিন তিনি আরও বলেন, “পুলিশ বেশি আক্রান্ত হচ্ছেন। পুলিশের সুরক্ষার বিষয়টা গুরুত্ব দিয়ে দেখা উচিত।”