প্রেসিডেন্ট হচ্ছেন বাইডেন! নিজেই জানালেন ট্রাম্প

0
2

ট্রাম্পের তুলনায় বেশ খানিকটা এগিয়ে তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। তিনটি জনমত সমীক্ষায় এমনটাই ইঙ্গিত পাওয়া গিয়েছে। এমনকী বাইডেন প্রেসিডেন্ট হতে চলেছেন বলে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে কারণ হিসেবে তিনি বলেছেন, দেশের একাংশের মানুষ তাঁকে পছন্দ করেন না।

বর্তমান মহামারি পরিস্থিতি এবং দেশের আর্থিক মন্দা নিয়ে সমালোচনার মুখে পড়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জো বাইডেন বলেন, ” মহামারির আমিনা করতে গিয়ে শিশুর মতো আচরণ করছেন। একমাত্র ওঁকে ছাড়া এই ভাইরাসের প্রভাব আমাদের সকলের উপর পড়েছে।” ট্রাম্পের কাছে ওই সাক্ষাৎকারে বাইডেনের বক্তব্যের প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়। তাতে ট্রাম্প বলেন, “এদেশের কিছু মানুষ আমায় পছন্দ করেন না। এদিকে একটা লোক ভালো করে কথা বলতে পারেন না। কিন্তু তিনি আপনাদের পরবর্তী প্রেসিডেন্ট হতে চলেছেন।”