অমিত মিত্র শুধুই এ রাজ্যের অর্থমন্ত্রী নন, দেশের অন্যতম বিশিষ্ট অর্থনীতিবিদও৷ সে কথা মাথায় রেখে দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিকে সবল করতে অমিত মিত্রের পরামর্শ চাইলেন বাঁকুড়ার বিজেপি সাংসদ সুভাষ সরকার।
এ ঘটনায় নানা জল্পনা তৈরি হয়েছে বঙ্গ রাজনীতিতে। সূত্রের খবর, ই-মেলে রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্রকে চিঠি দিয়ে এই অনুরোধ করেছেন বাঁকুড়ার বিজেপি সাংসদ।এই চিঠিতে বর্তমান পরিস্থিতিতে কিভাবে সুদিন ফিরিয়ে আনা যায়, রাজ্যের অর্থনীতি এবং শিল্পক্ষেত্রকে মজবুত করার ক্ষেত্রে কি ভাবছেন তিনি, এসব নানা বিষয়ে অমিত মিত্র’র কাছে পরামর্শ চেয়েছেন সুভাষবাবু। এখানেই শেষ নয়, রাজ্যের আর্থিক পরিস্থিতি সবল ও সচল করতে অমিত মিত্র যে সব গ্রহণযোগ্য পরামর্শ দেবেন, তা কেন্দ্রের কাছে পেশ করা হবে বলেও জানিয়েছেন বিজেপি সাংসদ। এই প্রসঙ্গে সুভাষ সরকার বলেছেন, “বিজেপির চিন্তাভাবনা, কর্মসূচি সবসময়ই গঠনমূলক। রাজ্যের অর্থমন্ত্রী এবং একাধিক বণিকসভার কাছে এই বিষয়ে পরামর্শ ও মতামত চেয়েছি। উত্তর পেলে আমরা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর হাতে দেবো”৷
এক বিজেপি সাংসদের এভাবে রাজ্যের তৃণমূলের অর্থমন্ত্রীর কাছে পরামর্শ চাওয়ার ঘটনাকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল৷





























































































































