সুশান্তের মৃত্যু তদন্তে নয়া মোড়, মেঝেতে মিলল বাথরোব বেল্ট

0
1

কীভাবে মারা গেলেন অভিনেতা সুশান্ত সিং রাজপুত। আত্মহত্যা নাকি খুন? এই প্রশ্ন বারবার ঘুরেফিরে আসছে। ময়নাতদন্তের রিপোর্ট বলছে আত্মহত্যা করেছিলেন অভিনেতা। এবার সুশান্তের ঘরের মেঝে থেকে মিলল বাথরোব বেল্ট।

পুলিশের অনুমান বাথরোব বেল্ট দিয়ে প্রথমটায় আত্মহত্যা করার চেষ্টা করেছিলেন। সুশান্তর মৃত্যুর পর তাঁর ঘর থেকে সবুজ কুর্তা উদ্ধার করেছিল পুলিশ। ওই কুর্তা দিয়ে ফাঁস লাগিয়ে অভিনেতা আত্মহত্যা করেছিলেন বলে পুলিশের অনুমান। পুলিশ অবশ্য ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠিয়েছে ওই কুর্তা। এমনকী, সুশান্ত বিষাক্ত কিছু খেয়েছিলেন কিনা, সেটিও পরীক্ষা করে দেখছে ফরেন্সিক দল।

পুলিশ সূত্রে খবর, গত ১৪ জুন অভিনেতার আত্মহত্যার পর যাঁরা ফ্ল্যাটে ছিলেন, তাঁরাই সবুজ কুর্তাটা কেটে সুশান্তের দেহ বিছানায় নামিয়ে রাখেন। তবে মেঝেতে পড়ে থাকা ছেঁড়া বাথরোব বেল্টটি দেখে বান্দ্রা পুলিশের সন্দেহ হয়। এক পুলিশ আধিকারিক বলেন, আমরা সুশান্তের ঘরে গিয়ে দেখি, আলমারি খোলা, ইস্ত্রি করা সমস্ত জামাকাপড় ছড়িয়ে আছে ঘরে। প্রথমে বেল্ট দিয়ে ফাঁস লাগানোর চেষ্টা করলেও পরে সম্ভবত তা ছিঁড়ে যায়।