আবার পরিবহনে জটিলতা। ভর্তুকি নয়, ভাড়া বৃদ্ধির দাবিতেই অটল থেকে সপ্তাহের শুরুতেই ফের আমজনতার বাস যন্ত্রণা। সোমবার থেকে দুটি বাস সংগঠন তাদের বাস-মিনিবাস রাস্তায় নামাচ্ছে না। ফলে অনুমান করা হচ্ছে বেসরকারি বাসের ৭৫ শতাংশের বেশি বাস-মিনিবাস কাল থেকে রাস্তায় নামবে না। যে দুটি সংগঠন রাস্তায় বাস নামাচ্ছে না সে দুটি হল বাস মিনিবাস অপারেটর অ্যাসোসিয়েশন এবং জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেট। আগামীকাল সোমবার ফের বৈঠকে বসার কথা বাস মালিক সংগঠগুলির। কথা হবে পরিবহন দফতরের সঙ্গে। কিন্তু রাজ্য যে ভাড়া বৃদ্ধির দাবি মানবে না, তা মুখ্যমন্ত্রী দুদিন আগেই স্পষ্ট করে দিয়েছেন।





























































































































