মহামারির জেরে প্রযুক্তির সুফল পাবেন গ্রামের মানুষ, মত বিশেষজ্ঞদের

0
1

মহামারির জেরে জীবনযাত্রা আমূল পরিবর্তন এসেছে। সাধারণ মানুষের জীবন এখন অনেক বেশি প্রযুক্তি নির্ভর হয়ে উঠেছে। শহরের পাশাপাশি পরিবর্তন আসতে চলেছে গ্রামীণ জীবনেও। ভারতের প্রত্যন্ত গ্রামের বাসিন্দারাও প্রযুক্তির সুফল পেতে পারেন। এমনটাই মত বিশেষজ্ঞদের।

চেন্নাই আন্তর্জাতিক কেন্দ্র বা সিআইসি–তে ‘‌সলভিং সোশ্যাল ইস্যুস ইউজিং ডিজিটাল টেকনোলজিস’‌ সংক্রান্ত আলোচনায় অংশ নেন অ্যাক্সিলর ভেঞ্চারের চেয়ারম্যান কৃষ গোপালকৃষ্ণন। তিনি বলেন, “অতিমারি পরিস্থিতির হাত ধরে প্রত্যন্ত গ্রামের ঘরে ঘরে ঢুকে পড়তে চলেছে প্রযুক্তি।” স্বাস্থ্য পরিষেবা নিয়ে এমনভাবে ভাবতে হবে কেন্দ্রকে যাতে গ্রামের মানুষ প্রযুক্তিকে ব্যবহার করতে পারেন। কৃষ বলেন, “এই স্বাস্থ্য পরিষেবাকে দুরকম ভাবে ভাগ করা যায়। এক, বিশেষজ্ঞরা প্রত্যন্ত গ্রামে গ্রামে প্রযুক্তিকে পৌঁছে দেবেন। দুই সহজে ব্যবহার করা যায় এমন জিনিস উপলব্ধ হতে হবে। যেমন বর্তমান পরিস্থিতিতে ই–প্রেসক্রিপশন গ্রহণযোগ্য।”

অন্যদিকে ডব্লুএনএস–এর গ্রুপ সিইও কেশব মুরুগেশ বলেন, বাড়িতে বসে কাজের ১০০ শতাংশ সমর্থন তিনি করেন না। তবে বর্তমান পরিস্থিতিতে একমাত্র বিকল্প পথ বলেই মনে করছেন তিনি। তাঁর কথায়, “আগে মানুষ কাজের কাছে যেত। এখন কাজ মানুষের কাছে আসবে। প্রত্যন্ত গ্রামে বসেও শহরের কোনও বড় কোম্পানির কাজ করা সম্ভব।”