ভর্তি নিল না হাসপাতাল, বিয়ের দিন কন্যাদানের বদলে বাবার কাঁধে উঠল মেয়ের শব!

0
2

করোনা আবহে চিকিৎসা পাচ্ছেন না অন্য রোগীরা। ভর্তি নেওয়া হচ্ছে না হাসপাতলে। বিনা চিকিৎসায় মৃত্যু হচ্ছে রোগীর। বারবার উঠে আসছে এমন অভিযোগ। এবার এমনই এক ঘটনা ঘটল যোগীর রাজ্যে।

ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের কনৌজের ঠঠিয়া থানা এলাকার ভগতপুরবা গ্রামে। এই গ্রামের বাসিন্দা ১৯ বছরের মেয়ে বিনীতার মৃত্যু হয় বিনা চিকিৎসায় এমনটাই অভিযোগ করছে পরিবার। পরিবারের তরফে জানানো হয়েছে, মেয়েটির বিয়ে ঠিক হয় ৷ কানপুরের দেহাত জেলার রসুলাবাদের সন্তোষের ছেলে সঞ্জয়ের সঙ্গে ছিল বিয়ে ৷ দুই পরিবারেই বিয়ে নিয়ে খুশির আবহ ছিল ৷ সকাল থেকে বিয়ের বিভিন্ন অনুষ্ঠান চলার মধ্যেই হঠাৎই বিনীতা অসুস্থ বোধ করে ৷

পরিবাবের লোক অসু্স্থ বিনীতাকে নিয়ে দ্রুত একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান৷ পরিবারের অভিযোগ, করোনার ভয়ে সেখান থেকে তাঁদের ফিরিয়ে দেওয়া হয় ৷ এরপর একের পর এক হাসপাতাল -নার্সিংহোমে নিয়ে যাওয়া হয় ৷ কিন্তু সব জায়গা থেকে নিরাশা নিয়েই ফিরতে হয় ৷ সঞ্জয় বরযাত্রী নিয়ে এসে খালি হাতেই ফিরে যেতে বাধ্য হন ৷
পুলিশের আধিকারিক অমরেন্দ্র প্রসাদ জানিয়েছেন, মৃতদেহ পোস্টমর্টেমের জন্য নেওয়া হয়েছে ৷ আসলে কী কারণ ১৯ বছরের ওই যুবতীর মৃত্যু হল তাই খতিয়ে দেখবে পুলিশ ৷