পশ্চিমবঙ্গের অতিমারি পরিস্থিতির জন্য ১০,১০৬ কোটি টাকা দিয়েছে কেন্দ্রীয় সরকার। রবিবার বিজেপির ভার্চুয়াল সভা থেকে এই দাবি করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তাঁর কথায়, “এই টাকা নরেন্দ্র মোদি ওষুধ এবং স্বাস্থ্য খাতে খরচ করার জন্য দিয়েছিলেন। সেই টাকা খরচ করেনি রাজ্য সরকার। স্বাস্থ্য পরিকাঠামোর উন্নতি হয়নি।”
এদিন ভার্চুয়াল সভা থেকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী রাজ্য সরকারকে রীতিমতো রাজ্য সরকারকে আক্রমণ করেন। তিনি বলেন, “পশ্চিমবঙ্গে হাসপাতাল ও কোয়ারেন্টাইন সেন্টার তৈরি হয়নি। শ্রমিকদের জন্য স্পেশাল ট্রেনকে করোনা এক্সপ্রেস বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যা অত্যন্ত দুঃখজনক। রাজ্যে ৪২টি সুপার স্পেশালিটি হাসপাতাল রয়েছে বলে দাবি করতেন মুখ্যমন্ত্রী। কিন্তু এই পরিস্থিতিতে মাত্র ২ টো হাসপাতালকে কাজে লাগিয়েছে রাজ্য সরকার।”
নির্মলা সীতারমনের অভিযোগ, কেন্দ্রীয় প্রতিনিধি দল রাজ্যে পাঠানো হলেও অসহযোগিতা করেছে রাজ্য সরকার। কেন্দ্র সবরকম সাহায্য করলেও রাজ্য তা কাজে লাগায়নি বলে অভিযোগ কেন্দ্রীয় মন্ত্রীর। করোনা পরীক্ষাতেও কারচুপি হয়েছে বলে দাবি করেছেন তিনি। পশ্চিমবঙ্গের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের জন্য পর্যাপ্ত পিপিই নেই বলে অভিযোগ কেন্দ্রীয় মন্ত্রীর। তাঁর বক্তব্য, “পশ্চিমবঙ্গের পরিস্থিতি এতটাই ভয়াবহ যে পাশের রাজ্যগুলি পশ্চিমবঙ্গের সঙ্গে তাদের সীমানা বন্ধ করে দিয়েছে।”






























































































































