ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে জনজীবন। সংক্রমণ থাকলেও তাকে জয় করার রাস্তায় হাঁটছেন সবাই। কিন্তু সংক্রমণের পাশাপাশি প্রাকৃতিক বিপর্যয়ে তছনছ হয়েছে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী অঞ্চল। এখনও সামলে ওঠা যায়নি সে ধাক্কা। আমফান বিধ্বস্ত সুন্দরবন এবং তার সংলগ্ন অঞ্চলের মানুষদের পাশে সাহায্যের হাত বাড়িয়েছেন অনেকেই। যেমন হাত বাড়িয়েছেন বিশ্বজিৎ পাল ও তাঁর বন্ধুরা। তাঁরা বারাসতের ‘আমরা’ নামে একটি সংগঠনের সদস্য। নিজেদের সাধ্যমতো প্রয়োজনীয় ত্রাণ নিয়ে তাঁরা পৌঁছে গিয়েছিলেন সন্দেশখালির রাধানগর গ্রাম পঞ্চায়েতের সায়েরা অঞ্চলে। দলে বিশ্বজিৎ ছাড়াও ছিলেন, প্রশান্ত কর,চন্দন দাস, বিশু সাধুখাঁ, বিপুল দে, আশিস দাস, তারকনাথ গোস্বামী, প্রসেন কর-সহ ১৫জন।

সেখানে ২০০টি পরিবারকে চাল, ডাল, আলু, তেল, সয়াবিন, নুন, হলুদ, বিস্কুট, সাবান-সহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় জিনিস দেওয়া হয়। অসময়ে এই সাহায্য পেয়ে আপ্লুত সায়েরা অঞ্চলের মানুষ।






























































































































