বিপত্তারিণীর প্রসাদ খেয়ে গোটা গ্রামে অসুস্থ প্রায় ১০০

0
1

ফের প্রসাদ খেয়ে অসুস্থ হওয়ার ঘটনা। এবার হাওড়া জেলায় বিপত্তারিণীর পুজোর প্রসাদ খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন প্রায় ১০০ জন গ্রামবাসী। যাদের মধ্যে অনেক মহিলা-শিশু ও বয়স্ক মানুষ রয়েছেন। ঘটনাটি ঘটেছে উলুবেড়িয়ার জগৎবল্লভপুরের মধ্য মাজু গ্রামে।

জানা গিয়েছর, গতকাল শনিবার ছিল বিপত্তারিণীর মায়ের পুজো। গ্রামে সন্ধে থেকে প্রসাদ খাওয়ার পর পেটের যন্ত্রণা, বমি ও পায়খানা হতে থাকে অনেকেরই। এই ঘটনার পর আজ, রবিবার সকালে গ্রামে মেডিকেল টিম আসে। করোনা আবহে সবাইকে হাসপাতালে নিয়ে না গিয়ে বাড়ি বাড়ি গিয়ে অসুস্থ রোগীদের চিকিৎসা করছেন চিকিৎসকরা। তবে অসুস্থদের মধ্যে বেশ কয়েকজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।