ত্রাণ নিয়ে দুর্নীতি হলে বরখাস্ত করবে দল: জ্যোতিপ্রিয়

0
1

আমফানের ত্রাণ নিয়ে কোনো দুর্নীতি নেই। দাবি করলেন রাজ্যের মন্ত্রী তথা উত্তর ২৪ পরগনার তৃণমূলের জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক।

তিনি বলেন, আমফান নিয়ে যাঁরা পাওয়ার কথা ছিল পাননি। যাঁরা পাননি, তারা আবার আবেদন করবেন। একটা লোক বাদ যাবে না। সবাইকে দেওয়া হবে টাকা, আশ্বস্ত করে মন্ত্রী । তদন্ত করে সবাইকে ত্রাণ দেওয়া হবে।
অপরাধ যদি গুরুতর হয় তাহলে বহিষ্কারের পথেও হাঁটতে পারে দল। সে কথা স্পষ্ট জানিয়ে দিলেন জ্যোতিপ্রিয়। মানুষের টাকা কেউ আত্মসাৎ করছেন, দুর্ব্যবহার করছে তাদের বিরুধ্যে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।