এটা বিবৃতি দেওয়ার সময় নয়, ত্রাণ নিয়ে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ রাজ্যপালের

0
1

বিবৃতি দেওয়ার সময় নয়, ত্রাণ বন্টনের দুর্নীতির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে”। নিজের টুইটার হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ট্যাগ করে কটাক্ষ করলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। প্রায় প্রতিদিনই তিনি রাজ্যের ত্রাণ ব্যবস্থা নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলছেন।

এদিন রাজ্যপাল লেখেন, এটা আলোচনা বা বিবৃতির সময় নয়। যাঁরা অন্যের প্রাপ্য কেড়ে নিয়েছেন তাঁদের থেকে ত্রাণ উদ্ধার করে শাস্তি দিতে হবে। যেসব আধিকারিক দুর্নীতি করতে সাহায্য করছেন, তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। তাহলেই ত্রাণ দুর্নীতির গোড়ায় কুঠারাঘাত করা যাবে এবং ত্রাণ বণ্টন ব্যবস্থা সুষ্ঠুভাবে চালানো যাবে। রাজ্য-রাজ্যপাল সংঘাত বাংলায় কখনই থামছে না। লকডাউনের প্রথমদিকে রাজ্যপাল সেভাবে না বিবৃতি না দিলেও, দ্বিতীয় পর্যায় থেকেই তিনি রাজ্যের সমস্ত বিষয় নিয়ে সরকারের সমালোচনা শুরু করেছেন। এদিন ফের ত্রাণ নিয়ে দুটি টুইট করে তিনি রাজ্যের সঙ্গে সংঘাতে আবহ জিইয়ে রাখলেন।