আমফানের ক্ষতিপূরণ নিয়ে তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তেজনা ছড়াল বসিরহাটের হাটগাছা গ্রাম পঞ্চায়েতের ১০ নম্বর ঘেরিতে। সন্দেশখালি ১ নম্বর বিডিও অফিসে আমফানের প্রকৃত ক্ষতিগ্রস্তদের তালিকা জানতে গিয়েছিলেন বিজেপি কর্মী-সমর্থক অজয় পাল, সুরজ পাল, আলপনা মণ্ডলরা। অভিযোগ, তাঁদের উপর হামলা চলায় তৃণমূল কংগ্রেস। বাঁশ, লাঠি, লোহার রড নিয়ে অতর্কিত চড়াও হন বলে অভিযোগ। পালটা আক্রমণ চালায় বিজেপি। আমফানের ক্ষতিপূরণে নিয়ে বচসা শুরু হয় শুক্রবার রাত আটটা নাগাদ। শনিবার সকাল আটটা নাগাদ ফের এই নিয়ে সংঘর্ষ বাধে। মহিলারা প্রতিবাদ করলে, তাঁদেরকে মারধর, শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। ঘটনায় জখম হয়েছে শিশুরাও। সবমিলিয়ে জখম হয়েছেন ১২ জন। তাঁদের বসিরহাট জেলা হাসপাতালের ভর্তি করা হয়েছে। তদন্ত শুরু করেছে ন্যাজাট থানার পুলিশ।