চিন সীমান্তে কর্তব্যরত এক ভারতীয় জওয়ানের একটি ভিডিও বার্তা এই মুহুর্তে ভাইরাল৷ গত ২৫ জুন ফেসবুকে শেয়ার করা এই ভিডিও বার্তা এখনও পর্যন্ত ২০ লক্ষেরও বেশি মানুষ দেখেছেন৷ ১ লক্ষেরও বেশি শেয়ার হয়েছে ভিডিওটি। ৮০০ টিরও বেশি মন্তব্য করা হয়েছে ৷
কোন বার্তা দিয়েছেন ওই ভারতীয় ফৌজি ?
এই মুহুর্তে চিন সীমান্তে তিনি অতন্দ্র প্রহরী৷
সেই দুর্গম প্রান্তর থেকেই
ভারতীয় সেনাবাহিনীর এক জওয়ান দেশবাসীর
কাছে এক বার্তা নিয়ে হাজির হয়েছেন৷ তাঁর আবেদন, মোবাইল থেকে চাইনিজ অ্যাপগুলো ডিলিট করুন,যে কোনও ধরণের চিনা দ্রব্য বয়কট করুন৷
দিনকয়েক আগে এই ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেশের মানুষের কাছে এক আবেদন রেখেছেন চিন সীমান্তে কর্তব্যরত ওই ভারতীয় ফৌজি। ভিডিওটি ফেসবুকে শেয়ার করেছেন রাজীব জাখর নামে এক ব্যক্তি। তিনি ভিডিওটির শিরোনামে লিখেছেন, “বন্ধুরাও এই ভাইয়ের কথা শোনো।”
ওই ভিডিওতে দেখা যাচ্ছে এক ভারতীয় সেনা বলছেন, “হ্যালো বন্ধুরা, আমরা চিন সীমান্তে যাচ্ছি এবং দেখতেই পাচ্ছেন রাস্তাটি কতটা দুর্গম। তবুও, এই পথ দিয়েই আমাদের সেখানে পৌঁছতে হবে। তবে একটি জায়গার পর এই রাস্তাটিও শেষ হয়ে যাবে, তারপর আমাদের পাহাড়ের মাঝামাঝি এলাকা দিয়ে যেতে হবে। এই দেখুন আমাদের ট্রাক, যার মাধ্যমে আমরা এখন যাচ্ছি।”
ভিডিওতে এভাবেই তিনি বুঝিয়েছেন কতখানি দুর্গম পরিস্থিতিতে দেশরক্ষা করতে হয় দেশের সেনাবাহিনীকে। এরপরেই তিনি সমস্ত ভারতীয়দের কাছে আবেদন করেছেন যাতে তাঁরা সবধরণের চাইনিজ পণ্য ও মোবাইল অ্যাপ্লিকেশনের ব্যবহার বন্ধ করে দেন। ওই ভারতীয় জওয়ান শেষে বলেছেন, “আপনারা শান্তিতে থাকুন এবং এখানে আমরা দেশের জন্যে কাজ করছি। নিজেদের হৃদয়ে দেশপ্রেম জাগিয়ে তুলুন, আমরাও এখানে দেশপ্রেমের জন্যেই কাজ করছি। আমরা এমন একটি কঠিন পরিস্থিতিতে দেশসেবা করছি। আপনি চাইলেই বাড়িতে বসে একটি আঙুলের ছোঁয়ায় চাইনিজ অ্যাপ ডিলিট করতে পারেন। দয়া করে করুন, আমাদেরও ভালো লাগবে, আমাদেরও কিছুটা সাহায্য হবে। বিদায় … ”