করোনা আক্রান্ত ক্যাব চালক, অ্যাপ সূত্র ধরে যাত্রীদের খুঁজছে স্বাস্থ্য দফতর

0
1

আনলক ফেজ ওয়ান চালু হওয়ার পর রোজগারের আশায় শহরের পথে বেরিয়েছিলেন এক ক্যাব চালক। কিন্তু দুৰ্ভাগ্য, এবার সেই ক্যাব চালক করোনা আক্রান্ত হলেন।

সূত্রের খবর, সম্প্রতি অসুস্থতা বোধ করেন ওই ক্যাবচালক। তাঁর মধ্যে করোনা উপসর্গ দেখা দেয়। চিকিতৎসকের কাছে গেলে তাঁকে করোনা পরীক্ষা করার পরামর্শ দেওয়া হয়। তাঁর লালারসের নমুনা পরীক্ষার রিপোর্ট গত ২৫ জুন পজিটিভ আসে।

চিকিৎসকরা তাঁকে হোম কোয়ারেন্টাইনে থেকে চিকিৎসার পরামর্শ দেন। কিন্তু আশঙ্কা অন্য জায়গায় দানা বাঁধে। সম্প্রতি ওই ক্যাব চালককের সংস্পর্শে কতজন যাত্রী এসেছিলেন, এখন সেবিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে। স্বাস্থ্য দফতর সূত্রে খবর অ্যাপ সূত্র ধরে যাত্রীদের খোঁজার কাজ চলছে।