সুশান্তের কাজকে সম্মান জানাতে সুশান্ত সিং রাজপুত ফাউন্ডেশন তৈরির সিদ্ধান্ত নিয়েছে পরিবার। একইসঙ্গে সংগ্রহশালা তৈরি করা হবে। তরুণ প্রতিভার বিকাশে কাজ করবে এই ফাউন্ডেশন। সিনেমা, ক্রীড়া ও বিজ্ঞানক্ষেত্রের প্রতিভাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে এই ফাউন্ডেশন। বিবৃতি জারি করে একথা জানিয়েছে প্রয়াত অভিনেতার পরিবার।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, সুশান্তের শৈশবের শহরে রাজীব নগরে তৈরি করা হবে স্মারক সংগ্রহশালা। অভিনেতার সংগ্রহ ও ব্যবহার করা জিনিস রাখা হবে সেই সংগ্রহশালায়। বই, সেই টেলিস্কোপ-সহ অন্যান্য সামগ্রী রাখা হবে। সুশান্তের ইনস্টাগ্রাম, ফেসবুক ও টুইটার পেজ চালু রাখা হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
ওই বিবৃতিতে বলা হয়েছে, “সুশান্ত সিং রাজপুত গুলশন অত্যন্ত মুক্ত-আত্মা, কথা বলতে ভালবাসতো এবং উজ্জ্বল একটা ব্যক্তিত্ব। রাজপুত পরিবারের কাছে অনুপ্রেরণা ও গর্বের আরও এক নাম ছিল সুশান্ত সিং রাজপুত। টেলিস্কোপ ছিল ওঁর জগত। যার মধ্যে দিয়ে তারাদের সঙ্গে কথা বলতেন সুশান্ত। ফোনের ওপার থেকে ওর সেই সরল হাসি আর শুনতে পাব না, এটা এখনও মেনে নিতে পারিনি। আমাদের এই বাগানকে ভালোবাসা দিয়ে সতেজ রাখার জন্য আপনাদের ধন্যবাদ।”