গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত আরও ৫২১

0
1

গোটা দেশের সঙ্গে তাল মিলিয়ে এ রাজ্যেও লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে আরও ৫২১ জনের শরীরে করোনাভাইরাসের হদিশ মিলল। ফলে এখনও পর্যন্ত বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১৬,৭১১। এই ২৪ ঘন্টায় রাজ্যে মৃত্যু হয়েছে আরও ১৩ জন করোনা রোগীর। আর তাতে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৬২৯। আজ, শনিবার রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য ভবনের তরফে আরও উল্লেখ করা হয়েছে, বর্তমানে রাজ্যে করোনা সক্রিয় রোগীর সংখ্যা ৫,২৯৩। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৫৪ জন। ফলে পশ্চিমবঙ্গে মোট করোনাজয়ীর সংখ্যা বেড়ে হল ১০,৭৮৯।