কলকাতার জন্য আরও বেশ কিছু যাত্রীবাহী স্পেশাল ট্রেন, সিদ্ধান্ত রেলের

0
1

ভিনরাজ্যের হটস্পট এলাকা থেকে বাংলায় ট্রেন পাঠানোর বিরোধিতা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

ওদিকে রেলমন্ত্রক কলকাতার জন্য আরও একাধিক যাত্রীবাহী স্পেশাল ট্রেন চালু করতে চলেছে৷ শুক্রবার এ কথা জানিয়েছেন রেল বোর্ডের চেয়ারম্যান ভি কে যাদব।

রেল বোর্ডের চেয়ারম্যান বলেছেন, ‘যেহেতু এই মুহূর্তে সধারনভাবে নিয়মিত ট্রেন পরিষেবা সারা দেশেই বন্ধ রয়েছে, তাই রেলমন্ত্রক আরও বেশি স্পেশাল ট্রেন চালানোর পরিকল্পনা করেছে। এই সংক্রান্ত ঘোষণা করা হবে খুব শীঘ্রই৷ যেসব রুটে যাত্রী চাহিদা যত বেশি থাকবে, সেইসব রুটে তত বেশি যাত্রীবাহী স্পেশাল ট্রেন চালানো হবে।’ এক্ষেত্রে মুম্বই-কলকাতা রুটকে বিশেষ নজরে রাখছে রেল। ভি কে যাদব জানিয়েছেন, ‘বাংলা সহ দেশের অন্যান্য কয়েকটি রাজ্যের একাধিক রুটে এই অতিরিক্ত স্পেশাল ট্রেন চালানো হবে। পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে এই ব্যাপারে নিয়মিত কথাবার্তা চলছে রেলের বলেও তিনি জানিয়েছেন৷ কোনও কন্টেনমেন্ট জোন থেকে যদি স্পেশাল ট্রেন চলে, তাহলে সেক্ষেত্রে কী কী ব্যবস্থা নেওয়া যায়, তাও খতিয়ে দেখা হচ্ছে। যাত্রী সুরক্ষার সঙ্গে কোনওরকম আপোস করা হবে না, বলেছেন চেয়ারম্যান ৷